অন্তহীন বেদনার বিনিদ্র প্রপাতে
ছিন্ন হই আলুলায়িত সময়ের ঘাতে
আমার জীবন ঘিরে আমারই ছায়ায়
আমাকে করে যে বিদ্ধ সহস্র যন্ত্রনায়।
ক্রমশঃ তাড়িত হই জেহাদি মুকুলে
স্বপ্নেরা ছাড়ে না তবু ধেয়ে আসে ভুলে
আমার সংযত আশার কাননে
গুঞ্জন ওঠে অনুক্ষণ আমারই মনে।
সযতনে যন্ত্র সাজি যান্ত্রিক বেদনাতে
চোখে অক্ষম পিঁচুটি । ঘৃনার পাহাড় হাতে
নই গিরিগোবর্ধন
দুহাতে সরাব পাহাড় যখন তখন
মোলায়েম কাজে যদি হাত নিশপিস
জগুয়ার ভয়ে ভীতু কেন চাই বখশিস?
আমার স্বপ্ন সাধের কনক কান্তি
নির্মল হৃদয়ে আনুক অনাবিল শ্রান্তি।
ঝোড়োকাকের বিড়ম্বনায় ক্লেশিত ডানায়
শ্বেত চন্দন বিন্দু খুঁজি কার প্ররোচনায়।
শ্মশানের নৈশব্দ তিলেক আমাকে
স্বপ্নে র সৌধ রচি বারে বারে ডাকে।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika