ঈদ এলো
আবার হলো
ঢাকা শহর
ফাঁকা….
ডানা মেলে
কাকের দলে
ডাকছে কা,
কা, কা….
ঈদ গেল ফের
ব্যস্ততা ঢের,
অফিসে মামা
কাকা….
গাড়ির হর্ণে
ঝাঁঝরা কর্নে
ঘুরল গাড়ির
চাকা….
সীসা বায়ু
কমে আয়ু
ধূলা-ধুঁয়ায়
থাকা….
শীতে গরমে
ঢাকার কাকে
শুধুই ডাকে
কা, কা….
সকাল-সাঁঝে
জনস্রোত মাঝে
যায় না ঢাকায়
থাকা….!!!
ভোজেশ্বর, নড়িয়া, শরীয়তপুর।