তোমার নামকরণেই রহস্য জীবন
দুখেরাও মরণোত্তর সুখে সুখী,
তুমি শুনতে অক্ষম জানি
তবু বলার আদ্রতা খোজে
পঙ্কিল আস্থার স্তরে স্তরে।
আর কিছুই খুজতে চাইনা
অনুত্তরিত দুখেরা, সারাদিন
কাঠ পিঁপড়েরা পাষাণ কাঠ ছেড়ে
নধর হৃদয়ের পাতলা আস্তরণ
ভেদ করতেই ব্যস্ত, ওরা
যে সমীহ পায় জাগরণে
সেই যেন এক বিশেষ আস্কারা,
তা কখোন অজান্তেই অনবরত
প্রেম রূপরেখায় চিহ্নিত হয়ে
নদী প্রবণতায় উচ্ছ্বসিত।
পিছল মোহের অন্তরালে
যাকিছু চাওয়া এবং পাওয়া
দুই বাহুর নাগপাশ হয়ে দংশায়
রক্ত ও স্নায়ুরা স্বপ্ন পরিচ্ছেদে
নিছক কর্তব্যের স্বপ্নদ্রষ্টা
হয়েই নিস্পৃহ হবার ভাষা দেয় –
সহ্যের বীরত্ব অস্পষ্ট সীমানা বুঝে
পালিয়ে আসার পথ খোজে।