তর্কবাগীশ অর্ক // শর্মিষ্ঠা গুহ রায়(মজুমদার)। Leave a Comment / তর্ক অতি করিস নেরে সে যে সর্বনেশে কথা / July 27, 2019 July 27, 2019 / By sahitya patrika তর্ক অতি করিস নেরে সে যে সর্বনেশে কথা,অর্ক সে এক তর্কবাগীশ, সর্বজনের খাবে মাথা।এই কারণে নামটি তার সর্বঘটে বিল্বপত্র,সর্বজায়গায় জুড়বে তর্ক বাড়ীতে নাহয় অন্যত্র।তর্কালঙ্কার উপাধি যে হবেই প্রাপ্তি তার,সর্বজ্ঞানে অর্কবাবুর জুড়ি মেলায় ভার।