কেন সবাই হচ্ছে হতাশ বলতে পারো?
কাজ করে যাই আস্থারেখে জোরছে আরো।
পরের গড়া সফলতায় কিসের ক্ষতি?
দঢ়চেতার নিজ্ ক্ষমতায় মন ও মতি।
যিনি হবেন ন্যায়ের ধারক বিরাটসম
নিজের আধার, নিজের ভ্রম, নিজেই ক্ষম।
শ্রম নিবেদন ধৈর্য ধারণ নিরব সুখে
সময় হলেই ফুটবে হাসি মলিন মুখে।
সত্য-ন্যায়ের মস্ত ধ্বজা থাকলে হাতে
আসবে সুদিন রবির মত নতুন প্রাতে।
যাকে দেওয়ার তাকেই দিবেন প্রভু তিনি
দেবার মালিক, কেবল তিনিই, তাঁকে চিনি।