.
ভালোবাসা , তুমি ঘাস হও —-
আমি তোমার শিশির ভেজা বুকে
চরণ ছুঁয়ে — তার কাছে যাবো ।
.
ভালোবাসা , তুমি বাতাস হও —
তোমার ডানায় ভর ক’রে ,
উড়ে যাবো তার কাছে ।
ভালোবাসা , তুমি পাখি হও —
তোমার সুরে সুর মিলিয়ে ,
গান গাইবো তার জন্য ।
ভালোবাসা , তুমি নদী হও —-
তোমার ঢেউয়ের দোলায় ,
দুলে দুলে —- তার কাছে যাবো ।
ভালোবাসা , তুমি মেঘ হও —-
তোমার পেঁজা তুলোয় ভেসে ,
আমি তার কাছে যাবো ।
আমি যাবো , যাবোই তার কাছে ,
যেমন করে পারি —-
আমি তার কাছে যাবো ।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika