তিনটি কারণ : উমর ফারুক

তিনটি কারণ : উমর ফারুক

একটি নতুন

 যুগের সূচনা করার জন্য 

কিভাবে যে আঁধার রাতে

কলুষিত বাতাস মুক্ত হতে হয় 

অসময়ের হাত ছানি 

নির্বিকার চিত্তে স্মরণ করে;

এবং সারাদিন হায়েনার 

নিপীড়ন থেকে

নিজেকে বাঁচাতে গা ঢাকা 

অথবা নিরাকার একটি বিশ্বাস কে

ভালোবাসতে চায়নি কখনো;

সর্বপরি একটু মুমূর্স মুহূর্তে

যখন ওরা নির্দ্বিধায় টিটকিরি 

ও অপমানের লড়াইয়ের আভাস 

মেলে ধরলো…!

তখন অবিচার থেকে নিজেকে

অনেক দূরে কোথাও 

লুকিয়ে রাখতে চায়   ।

Leave a Reply