তিস্তা আমার,করলা আমার,প্রাণের নদী মোর,
যতই দেখি দু চোখ ভরে,
তবু কাটে না যেন ঘোর।
.
শীতল তোদের পরশ ওরে,কত স্মৃতি তোদের ঘিরে।
শৈশবের রঙীন বেলুন,
কৈশোর ঘোরে তোদের তীরে।
.
সূর্যের প্রথম কিরণ,হাজার হীরে জ্বলে,
রাতের তারা তোদের ঢেউয়ে
সপ্ত প্রদীপ জ্বালে।
.
মন খারাপের দিনগুলি সব,কাটত যে ঢেউ গুণে,
শ্রান্ত চোখে তোদের দেখি,
স্বপ্নেরা জাল বুনে।
.