তুমি কোথায়, তুমি কোথায়
হারিয়ে গেলে কি হায় ?
আজও পথে চলতে
ঈষৎ নুয়ে পড়া শরীর ,
আমার চালসে চোখ দুটি ;
তোমারেই সন্ধান করে বেড়ায়।
.
.
জানি না কেন
বিশ বছর পরেও
রবীন্দ্রভারতীর ক্যাম্পাস,
গাছের চাতাল, একটু ঘনিষ্ঠতা,
একটু উষ্ণ পরশ ;
মনে পড়ে, মনে পড়ে যায় ।
.
.
ভুলে যেতে চাইলেই বুঝি
ভুলে যাওয়া যায়।
তুমি কি ভুলেছ ,
পেরেছ কি বলতে ,
ছিল সবই কল্পনায় ;
না, তোমারও দুটি চোখ অনুসন্ধিৎসায় ?
.
.
এখনও কি আগের মতই
হাসিখুশি, পরোপকারী ?
পেটে খিদে , কিন্তু মনে নেই
দারিদ্র্যতার ছাপ।
না কি, বদল হয়েছে ,
ধুয়ে মুছে সব সাফ্ ?
.
.
যদি পথ চলতে, হঠাৎ করে
হয়ে যায় দেখা ,
কেউ কি পারব চিনতে,
হবে কিছু কথা ?
না কি অপলক চেয়ে থাকা
চোখ দুটি হবে ভারী ব্যাথা ?
.
.
তার চেয়ে এই ভাল বেশ ্
কোনদিন হবে না আর দেখা ।
যতদিন চোখ দুটি খোলা
শুধুই চেয়ে চেয়ে থাকা ।।
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika