কত না সোহাগে আদরে
প্রতিষ্ঠা করেছি তোমায়
আমার ক্ষুদ্র এ চেতনায়।
তোমার সাঁঝ বেলায়
কত না চুম্বনে আলিঙ্গনে
বসেছ এসে
আমার বাসর প্রাঙ্গণে।
কত না রাগ বিরাগে
আনন্দ কোলাহলে
মিলেছি কত অনুরাগে।
কত না সুখে দুঃখে
যোগ অনুযোগে
স্থির থেকেছি লক্ষ্যে।
আমাদের সান্ধ্য এ আলোয়ে
মিলন বিরহে
আমরা বেঁচেছি নির্ভয়ে।
কত না আপদে বিপদে
ভর করেছি তোমায়
তুমি চিনলে না আমায়!
তিল তিল করে গড়েছি তোমায়
তিলোত্তমা তুমি
তুমি বাঁচ আমার ভাবনায় ।
তিলোত্তমা, তুমি সৃষ্টি আমার
আমার মন অঙ্গনে
তুমি যে প্রেমের আধার।
আজও বিস্মৃতির অন্ধকারে
তুমি স্মৃতির দীপ জ্বালো
জ্বালো চেতনায় আলো ।