আর কত অনিচ্ছার রঙিন
সূতায় ভর করে ওড়া,
আর এমনি
যত স্মৃতিকথা অনীহার –
সাহচর্যে বিবর্ণতায় মৌন রবে?
এখনো তেমনি।
সূতায় ভর করে ওড়া,
আর এমনি
যত স্মৃতিকথা অনীহার –
সাহচর্যে বিবর্ণতায় মৌন রবে?
এখনো তেমনি।
সেই সে হাসির বন্যায় ভাসা
চুপকথা নীরবে ডুকরে ওঠে,
এক একটি বৃষ্টি ফোঁটার
স্পর্শকাতরতা অদেখা শ্রাবণে
নিঃস্ব বুকে বলিরেখা সারা মাঠে।
চুপকথা নীরবে ডুকরে ওঠে,
এক একটি বৃষ্টি ফোঁটার
স্পর্শকাতরতা অদেখা শ্রাবণে
নিঃস্ব বুকে বলিরেখা সারা মাঠে।
কাকেরায় কোকিল হয়ে
অকাল বসন্তের সঞ্চারি
তুমি সেই তবু নির্বাক
রয়েই গেলে সে তুমি তোমারি।
অকাল বসন্তের সঞ্চারি
তুমি সেই তবু নির্বাক
রয়েই গেলে সে তুমি তোমারি।