তৃষ্ণা

তৃষ্ণা
—দীপক বেরা

একটা নদীর সন্ধানে সে-ই ছুটে বেড়ায়
যে আসলে সত্যি সত্যিই তৃষ্ণার্ত।
মাত্র তিরিশ পা দূরে— একজন নিরক্ষীয় মানুষ
বিরতিহীন একটানা খেয়ে যাচ্ছিল বরফগলা জল
ঠিক ‘হ য ব র ল’ দ্রুতপঠন পড়ার মতো—
গল্পের দাড়ি, কমা, সেমিকোলন; না মেনে।
অথচ, অনেক গল্প আলাপ প্রতিশ্রুতির পর—
আমি এবং সে, তিরিশ পা পিছিয়ে গিয়েও
ঘুরে দাঁড়ালাম না আরও একবার
সামান্য তিরিশ পা, নাকি তিরিশটা বছর
নাকি অযুতপিছল এক দুরূহ বিস্তার…
ধোঁয়াশা ছাড়া আর কিছু মনে নেই আজ।
শুধু, একটুখানি মরমী তৃষ্ণা ছিল না বলে
আমাদের আর কোনওদিন দেখা হয় নি;
নীলাভ বাতাসে মেঘ,.. লগ্ন ভেসে গেছে নদীতে…

টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১২|০১|২০২৩

DIPAK BERA

Leave a Reply