তেঁতুলের দর্শনে বেড়ে যায় নোলা ;
জিভে জল টলমল কী বিষম জ্বালা ।
সাথে নুন-লঙ্কার সহাবস্থানে ;
শত্রুও কাছে আসে তেঁতুলের টানে ।
নর-নারী সবাকার পছন্দের ফল ;
নাম টুকু শ্রবণেই মুখে আসে জল ।
এরকম লোভনীয় তেঁতুল কে ভাই ;
ভালো না বাসিয়া বাঁচা অসম্ভব প্রায় ।