জানা নেই আমার,
সময় বয়ে যায়,
তুমি কখন আসবে আবার
আমি অপেক্ষায়।
অন্ধকারে লুঠের কারবার
সারা রাত জেগে
ঘুম নেই আমার ;
গাছের পাতা নড়ে না
চোখের পাতা পড়ে না,
আমি আছি আমার চেতনায়
কে যেন ঘোরে আমার আঙিনায়,
রাতের চাতক আমি
তেষ্টায় মরি
জল পাই কোথায় !
তমসা ঘন কুয়াশা
তবু জেগে থাকে আশা,
রাতের প্রহরী আমি
পাহারায় থাকি,
প্রহর গুণি, কি জানি !
পিশাচেরা নেয় দখল নাকি।
পূর্ণিমার রাতে
অমাবস্যার অন্ধকার ঘেরে
আমি খুঁজে ফিরি তোমায়।
রাতের পরী,
উর্বশী সুন্দরী,
ঘুম পাড়ানি গান গায় ;
আমার চেতনা পাহারায়
খুঁজে ফেরে তোমায়,
আসবে তুমি কখন
সে থাকে অপেক্ষায়।
রাতের আঁধার চিরে
উদয়ের পথে
কলি ফোটে বাগানে
মেঘ ভেঙে বৃষ্টি নামে
তেষ্টা মেটে চাতকের।