এখনও বলিনি কথা ওকে
আমার অসুখ জেনে গেছে প্রত্যেকে
সুর ছিঁড়ল, দূর গেল দূরে
পাখি উড়ল বনে
আমি একা মগ্নভাষা কুড়োবার
টানে
বসে আছি একাকী গোপনে
নীলক্ষেত ডুবে যায়, নৌকায় ভরসা চেপে ঘোরে
বর্ষাহীন জলাশয় , স্রোতে ভাসে মহাশয়
সোজাপথের মাঝি তার নাম সংশয়
কেবল দোলায় জীবন জীবনের ভারে
দাও দাও ছিন্ন হাত, যেটুকু বাঁশি বাকি আছে
তাই বাজাব, ওগো রাবণ, সীতা তো তোমারই কাছে….!
প্রেমের রাস্তা খুঁজতে খুঁজতে সন্ধে হয়ে এল
এই অন্ধকারে সব নির্জন গ্রাম্য স্টেশনে
আলো জ্বলে গেছে
কোনটা প্রেমের ট্রেন ? কোন দিকে যাবে ?
কেউই বলতে পারে না –
কোনও কোনও জানালায় কিশোরী রাই
কোনও কোনও জানালায় নিমাই সন্ন্যাসী
স্টেশনেই হয়তো আমার রাত কেটে যাবে
কেউ জিজ্ঞাসা করবে না কুশল
কেউ ভিক্ষা দেবে নাকো প্রেমে অন্ধ ভিখিরিকে
শুধু নির্বাসনের হুইসল বাজবে
ট্রেন চলে যাবে ছেড়ে
দূরে, বহুদূরে…..
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika