১
সহজিয়া
________
বিমূর্ত ইচ্ছার বাঁশি বাজে
আমি রোজ মনে মনে যাই তার কাছে
বিকেলের রোদফুলে
সহজিয়া মধু জমে আছে
২
কথা
______
কথা থাকে
কথা থেকে যায়
সব কথা যায় নাকো বলা
কথারাও মাঝে মাঝে নিঃসঙ্গ হয়
৩
ভেতরে মানুষ
_____________
মানুষের ভেতরে মানুষ
চুপচাপ বসে থাকে
অথবা কাঁদে হাসে —
রাত জাগে, ঘুমায় । যদিও দেখি না তাকে।
৪
দ্বৈতস্বর
________
আলোরাও অন্ধকার
অন্ধকারও আলো —
শব্দও শব্দহীন
শুনতে পাও নীরবের কথাগুলো ?