কত বিষ পৃথিবীতে আছে ?
বিষে বিষে মরে যায় নন্দকিশোর
একবার হেসে ওঠো দেখি
এইটুকু হাসি দেখবার জন্য
রোজ তোমার কাছে আসি
বিষে বিষে মরে যায় রাই
একবার নাচো দেখি
আমরা সবাই অসহায়
বসে আছি এই পোড়া দিনে
রাতের চিতার কাছাকাছি ।
পলাশে পলাশে রঙ্ লাগে
পৃথিবী এক নতুন তীর্থক্ষেত্র
আমরা নতুন গানের কাছে যাই
আমরা পুরোনো গানের দেশে
বড়ো হই
পাখিরাও উড়ে আসে যথারীতি দেখি
মানবকাঙাল ভোরে সূর্য বাঁধে রাখি
আকাশ বলয়ে ওড়ে সাতরঙ্ সুতো
আমাদের হৃদয়গুলো এক একটা ঘুড়ি
আজ সব উড়তে চায়,
পথচারীর একটাই পথ
যে বাঁশি বাজায়, আজ ওঠে একসুর…
স্বপ্নের পাহাড়ে আমরা বেড়াতে এসেছি
একটা বিহ্বল ঝরনায় তুমি গা ভেজালে
কল্পনার আপেল বৃক্ষ থেকে
আমি আপেলগুলি পেড়ে নিচ্ছি
এক একটি আপেল যেন আদিচেতনার মুখ
শোভা পাচ্ছে সংরাগ কামড়ে
তুমি বললে স্বপ্নের ঘর চাই
ঘরে ঘরে প্রগাঢ় শিশু
নিয়ন্ত্রণহীন আমাদের অবাক পৃথিবী
বস্তুত অন্ধকারেই জেগে উঠল
প্রথম সঙ্গম থেকে আজও নিয়ত গর্ভবতী
বহু কোলাহলময় শিশু সভ্যতায় এনে রাখছ
একে একে
আমি আপেলবৃক্ষের ডালে ডালে
চোখ ছলছল স্বপ্নে চেয়ে আছি
অনন্তপুরুষ এক…..
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika