তোমার শহরে প্রবল বারিশ,
আমার হৃদয় জুড়ে বসন্ত-বাগীশ,
তুমি শুনতে পাও কি ?
শব্দের খোঁজে নিখোঁজ তুমি-
আমি ছন্দে মাতোয়ারা,
তুমি সুর দেবে কি ?
নিয়ন আলোয় অস্ফুট রাত,
জ্যোৎস্নার সাথে আমার সদ্ভাব!
তুমি গল্প শোনাবে কি ?
তুমি পরিচয়হীন নাগরিক এক,
আমি নগরকেন্দ্রিক!
বলো, একসাথে পথ হাঁটবে কি ?