আমি তোমাকে অনেক ভালোবাসতে চাই
এ ভালোবাসা যেনো ফুরাবার নয়
তুমি কি পারবে আমার এ ভালোবাসা ধরে রাখতে?
তোমাকে সব সময় নতুন করে তুলে ধরতে
যাতে আমি তুমিময় হয়ে বাঁচি
তোমাতেই মিলিয়ে যাই।
ভালোবেসে আমি হবো নিরাকার
তোমারই অস্তিত্তে যাবো মিলিয়ে
তোমাতেই বাধঁবো ঘর।
এতোটা দুঃসাহস তুমি কি করতে পারবে
আমার জন্যে!
এতোটা ভালোবাসা কি আছে লুকিয়ে
তোমার বুকের মাঝে আমার জন্যে?
তাই যেনো এক অনন্ত আকুতি বধুঁ
ভালোবাসা নিয়ে বেঁচে থেকো
কেবল আমারই তরে শুধু আমারই হয়ে।