তুমি যে আমার বড় বেদনার উৎসমুখে সান্ত্বনা
আমার জীবনে শুধু তোমা বিনে কিছু চাইব না।
তুমি রাখলে রাখতে পার, শিশু হতে বড় করো
নইলে অঙ্কুরেতে বিনাশ করো, কার ধার ধারো না
তুমি যে আমার বড় বেদনার উৎসমুখে সান্ত্বনা ।।
এ প্রাণের বাসরে মহাযোগীরাজ তুমি নির্লিপ্ত যে
তাই কি সদাই হারিয়ে তোমায় আপনি মরি লাজে।
বেদনার ফুলে এতশোভন ফেরে না মন আমার
বাইরে হেরে ভিতরে ফিরে তুমিময় চারিধার
তোমার কৃপায় আলোর মালায় আনন্দে দিন গোনা
এ জীবনে হোক শপথ তোমায়, তোমায় ভুলবো না।