যদি ‘যদি হয় নদী
বয়ে চলে নিরবধি
মনের ময়লা করে শেষ!
তবুও যেন তুমি
আমারই শির চূমি
থাকিবে আমার পাশে বেশ।
জানি না যাব কোথায়
হবে কথা শেষ পৈঠায়
আর কি হবে দেখাশোনা
দিন রাত করি সাথ
হাতে ধরে এই হাত
মাকড়শার মত জালবোনা।
হৃদয়ের এক কোনে
বসে মন গান শোনে
চিন্তারা যায় দূরে চলে।
বিরহে ভরা সুর
শুনে মন, ভরপুর–
সন্ধ্যায় কোথা যায় চলে।
মনের মন ভাঙলে
পরে ওঝা হামলে
তবুও যায় না রোখা ভাঙন।
দিনের রাজা রবি
তার সবে আঁকে ছবি।
যেন ফুল ফলা শাওন।
আধেক ঘুমে জাগা
আধেক ভয়ে রাঙা
শেকল ভাঙার নাই চিন্তন
ভাবনার দ্বারে
মন উজাড়ে
কেউ কি বলতে পারে নিশ্চন্তন।
ভাবনার ভাব মাখা
এ ধরিত্রীর আঁকাবাঁকা
সুখে দুঃখে আছে যে বেশ!
তুমি যে গো আমার মা
আমারে আর ছেড়ো না
জেগে থাক তোমার আবেশ।