তোমার আলিঙ্গনে // রণেশ রায় Leave a Comment / কেমনে ভোলা যায়, ষাট বছর আগে / July 14, 2019 July 14, 2019 / By sahitya patrika কেমনে ভোলা যায়, ষাট বছর আগে তুমি এসেছিলে সেদিন অতি সন্তর্পণে নীরবে, ইশারায় তোমার পেয়েছি সে বার্তা, কল কোলাহল সমুদ্র মন্থন, অনেক খুঁজেছি আমি এ প্রান্ত থেকে ওপ্রান্তে ধরা দিয়েও দাও নি, আজও খুঁজে ফিরি যদি পাই তোমায় , যদি দেখা দাও, তোমার আলিঙ্গনে আজও রোমাঞ্চিত আমি।