তুমি আছো
তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে
আমিও আছি
চাঁদ শুয়ে আছে তোমার কোলে
নগ্ন হয়ে
ভোর বেলা |
যে শিশুরা হামাগুড়ি দেবে বলে
পড়ে গিয়েছিলো বারবার
তাদের তুমি কোলে তুলে আকাশের
পাখ-পাখালির গান শুনিয়েছো
“আয় রে আয় টিয়ে ”
মা,
তুমি আছো
তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে
আমিও আছি
চাঁদ শুয়ে আছে প্রকৃতির কোলে
নগ্ন হয়ে
ভোর বেলায় |