হাজার বছর ধরে তুমিও তো পথ হেঁটেছ অনেক,
সিংহল সমুদ্র , অন্ধকারে মালয় সাগর ঘুরেছো তুমিও,
অশোকের ধূসর জগত, আন্ধকারে বিদর্ভ নগর তুমিও দেখেছো,
তোমারও এই ক্লান্ত প্রাণে, আমিও নাহয় শান্তি হলাম দু’দন্ডের, হলাম নাহয় তোমার বনলতা সেন।
.
.
চুল জুড়ে নাইবা থাকলো বিদিশার নিশা,
মুখে নেই শ্রাবস্তির কারুকার্য,
তুমিতো তেমন নাবিক, হাল ভেঙে হারিয়েছ দিশা,
আমিও থাকবো দারুচিনির দ্বীপে,
জিজ্ঞেস করবো তোমায় ডেকে ‘ এতদিন কোথায় ছিলে’- তাই হলাম নাহয় তোমার বনলতা সেন
.
.
শিশিরের শব্দের মতন সন্ধ্যা যদি নামে আবার দিনের শেষে,
ডানাতে রোদের গন্ধ মুছে ফেলতে চিল যদি হয় ব্যস্ত,
পৃথিবীর সব রং নিভে আসে, গল্পের তরে জোনাকী যদি আবার করে ঝিলমিল,
.
.
সব পাখি ফিরে যদি আসে ঘরে, সব নদী যদি – ফুরায় এই জীবনের লেনদেন,
তখন থাকবো আমি, মুখোমুখি বসবো তোমার,
হলাম নাহয় তোমার বনলতা সেন।
.
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika