তোমায় ভালোবাসি // বিশ্বজিৎ কর Leave a Comment / নীল আকাশে বলাকারা / July 28, 2019 July 28, 2019 / By sahitya patrika নীল আকাশে বলাকারা দিল আকাশে কে ?শরৎ তোমায় ভালোবাসি বলছি এবারে ।মত্তহারা মেঘের ভেলা এদিক ওদিক উড়ে,হিমের হাওয়া সকাল বেলা শিউলি ফুলও ঝরে ।কাশফুল ওই ডাক দিয়ে যায় ঢাকের আওয়াজ সাথে,শরৎ তোমার রূপেতে সবার হৃদয় মাতে ।