মন হালকা করা বিকেলে
কে দরজায় টোকা দিলে
বুঝবো কি করে?
যার আসার কথা ছিল
সে কি নিশ্চুপ হয়ে ম’ল
বাথানে গরু গাঁগারে,
যার ভরসায়
ভরা বর্ষায়
জেগে থাকি সারারাত
আমারে না পেয়ে
শুধু পথ হারিয়ে
চলে যাবে সাথে সাথ
যদি চলে যাও
এই দিকে চাও
শুধু একবার ফেরো
তোমাকে ছাড়া
হই দিশেহারা
করুণ নয়নে হেরো
হেরো গিরি পথ,
মায়াবিনি রথ
চলে আসে আরো কাছে
তোমার হাতে
জীবন প্রাতে
অদেয় কিছু কি আছে।?
দেহ নয় মন নয়
অর্থ নয় মান নয়
জীবনের পরিচয় থাক।
থাক আলো, থাক আলো
জেগে থাক আরো ভালো
বেঁচে আছি এইটুকু থাক