আজ কথা হল দু জোড়া ঠোঁটের সাথে
আজ কথা হল দু জোড়া হাতের সাথে
যদিও লিঙ্গভেদে তারা স্ত্রী পুরুষ
তাদের কোনো আড়াল নেই
নীল আকাশের কাছে তাদের কোনো বিছানা নেই
রোদের সাথে ঘাম আর ঘামের সাথে গরম বাতাসের বন্ধুত্বে
ধানের মধ্যে কোমর ডুবিয়ে দিয়েছে তারা
খোলা গন্ধের সাথে একজন হচ্ছে নিশ্বাস অন্যজনে প্রশ্বাস
এদের সাথে দেখা হল পুব দিকের সেই ভোরে –