দীক্ষা

দীক্ষা
মহীতোষ গায়েন

নারী কী প্রকৃতই জানে
প্রতিটি পুরুষ আসলে
একরূপ মূর্খ বালক,
তবুও সে নারী মূর্খ বালকের
প্রেমে মজে পুড়ে মরে অদৃশ্য।

সূর্যাস্ত হয়ে গেলে
প্রকৃতিতে নেমে আসে নন্দন সন্ধ্যা…
রক্তিম আবেশে দীক্ষা দেয় নারী;
জোৎস্নালোকে মূর্খ বালক দীক্ষান্তে একদা
প্রেমাসক্ত জ্ঞানতাপস হয়ে ওঠে।
—-
(ড. মহীতোষ গায়েন,ভাইস প্রিন্সিপাল, সিটি কলেজ, কলকাতা)

মহীতোষ গায়েন

Leave a Reply