.
.
জান্নাত আমি তোমার পায়ের নীচে বিছিয়ে দিতে পারবো না ,
পারবো না তোমায় চাঁদ ধরে দিতে ,
সোনার হরিণ আমার চেয়ে অনেক দ্রুত ছোটে ,
তোমার জন্য জিততে পারবো না ট্রয়ের যুদ্ধ ।
তবে আমার বেদনার্ত হৃদয়কে একটু কুঁদে
তোমাকে একটা কবিতা দিতে পারি –
শিল্পীর বেদনাই পাঠকের আনন্দ ।
কান্না ভেজা কিছু স্মৃতি
আর পক্ষীরাজে চড়া একটা পাগলা মনই আমার সম্পদ ।