আমায় কাঁদায়
ওগো দুঃখ তুমি কার?
সন্ধ্যের শেষে যবে চারিদিক হয় অন্ধকার
অমানিশার ন্যায় কালো
আমার হৃদয়য়েও তো ফেলে
সেই একই আলো
কালো ভীষণ কালো।
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
সন্ধ্যের শেষে যবে চারিদিক হয় অন্ধকার
অমানিশার ন্যায় কালো
আমার হৃদয়য়েও তো ফেলে
সেই একই আলো
কালো ভীষণ কালো।