১/ ভাষা নেই
……………………….
আলো জ্বালাবার ভাষা কই ?
এত ভাষা তবু ভাষাহীন দেশে
সুকেশী আঁধার সব স্তব্ধতায়
অবিরাম হাসে
শব্দ আর অক্ষরেব় ঘ্রাণে ছুটে আসি
গুহায় গুহায় লুকায় দিন
কী হবে দিনের পরিভাষা ?
সূর্য যদিও সূর্যহীন
আঁধারের অদ্ভুত তামাশা
মিছিলের স্রোত যাচ্ছে আকাশে আকাশে
বজ্র-বিদ্যুতের ভাষা উড়ছে মুখে মুখে
দু একটা যুদ্ধের পাখি সংকেতে ডাকে
ভাষা নেই, ভাষা নেই , আমাদের ভাষাহীন মুখে !
__________________________
২/ পরিবর্তন
………………………..
তোমাকে ডাকিনি তবু এসেছ যখন
অব্যয় ক্রিয়ার পাশে বসো কিছুক্ষণ
মাথা বেঁধে দিই, আলো জ্বেলে দিই
সনাতন শঙ্খ ধ্বনিও…….
তারপর তোমাকে দেখতে থাকি মুখোমুখি
কী সুন্দর হাসতে পারো তুমি
কী মধুর তোমার বচন
শরীরী রচনা থেকে বিনির্মাণ হোক তবে
স্বপ্নের আকাশ
শত্রুর জন্যও আজ দুয়ার খুলে রাখি
ঘাতকও ঘুমাক এসে প্রেমের শয্যায়
লাল রক্তের রঙে লেগে থাক ফসলের ঘ্রাণ
এসো এসো আমরাও আজ বৃক্ষ হয়ে উঠি !