.
.
রাত্রি দেখিলাম
কালো চুলে মুখ ঢাকিল ।
আমাদের বৈবাহিক দিন পুড়িয়া গেল ।
আমাদের অনুচ্চারিত শিশুর দমবন্ধ হইল ।
কোনও বিকল্প প্রশ্রয় নাই জানিয়া
আমরা বৈরাগ্য চাহিলাম ।
কিন্তু বৈরাগ্য আসিল না ।
আমরা নিসন্ন রাতে চাঁদের খোঁজ করিলাম
কিন্তু চাঁদ দেখিলাম না ।
আমাদের ঘরদোরআকাশ এক রহস্যময় সভ্যতা হইয়া গেল ।
.
.
.
প্রেম আসিল না , কলঙ্ক আসিল
সংসারে কণ্টকের শয্যা পাতিয়া দিল
মন রক্তাক্ত হইল
অসহিষ্ণু সন্তান জন্মাইল
রাস্তা হারাইয়া গেল
রাস্তায় ঝরে পড়া অশ্রুপাপড়িগুলি সারাদিন কুড়াইলাম
নিজের সঙ্গে নিজেরই কথা হইল
নিজেকে শাসন করিলাম
তবু এক অবাধ্যতার ঝড় আসিয়া আমাকে উড়াইয়া দিল
আজও উড়িতে উড়িতে চলিয়াছি কোনও আদিম অরণ্যের দিকে
.
.
.
.
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika