.
অনেক নামী, অনেক দামী
অনেক যশ ও খ্যাতি;
সমাজপতি, মহারথী
সব যেন তার জ্ঞাতী।
.
কথায় কাজে অনেক উদার
নজর কাড়েন সবার;
রাত দুপুরে নগ্নপুরে
খোলেন তিনি কভার।
.
অন্ধকারে টাকা আসে
আলোয় সাদা হয়রে!
নব দাতাকর্ণ তিনি
সূধী জনে কয়রে।
.
.
.
.
.
.
দেখান তিনি অনেক আপন
অনেক অনেক মহান;
সুযোগ খুঁজে সুকৌশলে
নিজের কথা কহান।
লাভের হিসাব উল্টে গেলে
রক্ত নদী বহান।
তবুও তিনি এই সমাজে
অনেক অনেক মহান।
.
.
.
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika