খোকন সোনা দুষ্টু ক’রে
সৃষ্টি করে প্লান।
মা’র কারণে প্লান গুলি তার
যাচ্ছে হয়ে ম্লান।
.
.
মা দিয়েছে, স্নানের পাত্রে,
কুসুম গরম জল;
জলটা দেখে খোকার দু ‘চোখ
করছে ছলো ছল্।
.
.
হঠাৎ মাথায় বুদ্ধি এল
দেখেই ফোমের পুসি।
জলের পাত্রে ছেড়ে দিয়ে
জল নিল সব চুসি।।
.
.
রেগে মেগে মা বললেন
দুষ্টু পাজি ছেলে;
গরম করা জল টুকু সব
এমন করে খেলে!
.
.
এখন ঠিকই ঠান্ডা জলে
করতে হবে স্নান;
দুষ্টু ছেলের ভেস্তে গেল
দুষ্টু সকল প্লান।
.
.
.
.
Related Posts
যখন কাঁচের টুকরো ভেঙে
Leave a Comment
/ কবিতা, ছড়া, ফুলে ভরা প্রতিদান / January 14, 2019 January 14, 2019 / By
sahitya patrika
সর্ষে ফুলে প্রজাপতি ওই
Leave a Comment
/ কবিতা, ছড়া, সর্ষে ফুলের হাসি / January 30, 2019 January 30, 2019 / By
sahitya patrika