.
উজ্জ্বল সকাল, ন’টা বা দশটা
মৃদুমন্দ বাতাস বয়ে যায়
ফুরফুরে হাওয়ার আমেজ,
কে যেন চেঁচায়,
‘পালাও, ওই ওরা আসছে’!
তাকিয়ে দেখি আকাশ অন্ধকার
সূর্য ফেরার, কালো মেঘে বজ্রপাত।
অষ্টাদশী মেয়েটি আঘাত হানে
পড়ে আছে এক কুলাঙ্গার
তুফান ফিরে যায়
আকাশ পরিষ্কার
দিগন্ত দেখা যায় আলোর আভায়।
.
.
.