জানি গো জানি
তুমিই রাণী
জ্যোৎস্না স্নাত ঘরে।
তোমারজন্যে
এই অরণ্যে
হরিণী খেলা করে।
ঝলসে আগুনে
কে চায় ফাগুনে
জীবন কালি করতে।
ময়নার মা
এসব চায়না
চায় – – দর দর ঘামতে।
ঘামেই আছি
ঘামেই বাঁচি
ঘাম যে বড় আপনার।
ঘাম ছাড়া আর
বেদনা বাহার
বুঝবো এমন – – আমি কার।
ভাব আসে তো
ভঙ্গি নাই
সঙ্গি আমি কখন যে কার।
ঘর ভরাতে
ঠগ সরাতে
কোন দিকে আজ ফেরাব ঘাড়।
.
.
জানি গো জানি
অরুণ মাণি
তোমায় দানি পুরস্কার।
ঘামে নেয়ে
যেন চেয়ে
দেখি তোমায় বারবার।।
Related Posts
অনন্ত প্রতীক্ষায় এখনাে প্রহর গুনি
Leave a Comment
/ অবস্থা ব্যতিক্রম নয়, কবিতা / January 5, 2019 January 5, 2019 / By
sahitya patrika