মেঘে রহিত লক্ষ্য কনা,
একসাথে সুখে থাকা, একাত্মতা!
মনোমালিন্য,নিজে ঘুমোনো- ঘুম
পাড়ানো!
চৌকাঠ লঙ্ঘনে
যেন বাঁধা!
কিলবিল করে কনা’রা,
মুখদর্শনে; কালো প্রতিবিম্ব আসে নজরে,
গ্রাস করে শূন্যতা,
লক্ষ্য লক্ষ্য প্রশ্নের ভিড় ওঠে জমে,
তারা হয়ে ওঠে উন্মত্ত,
উদবিগ্ন হয়ে ওঠে নেশায়,
মাটির শেষস্তরে মিশিয়ে দেওয়ার নেশা!
জ্যোৎস্নাকাশে; লক্ষ্য তারা’র শ্বাস ফেলার অভাব !
খালি চোখে যেন ছেয়ে ফেলে সমুদ্র,
বিস্তৃত করেছে আকাশ,
চৌকাঠে সীমাবদ্ধ!
মুক্তি নেই!
চিরন্তন।