ছিল যে আমার
বহুদিনের সখ
লিখেফেলি হিজিবিজি
হোক না বকবক।
জমে থাকা ইচ্ছেটা মোর
ছিল মনের কোনে,
বড্ড খোঁজে বাহির হতে
আশার জাল বোনে।
অবসাদে ফেসবুকেতে
তাকিয়ে ফ্যালফ্যাল,
পোষ্ট দিয়েছে লেখা দিতে
স্টোরি অ্যান্ড আর্টিকেল।
সাদা মাঠা লেখা আমার
সহজ সরল ভাষা
দারুণ দারুণ অলংকরণ
সাজিয়ে দেয় খাসা।
আমার কাছে এই ম্যাগাজিন
দারুণ লেখার পথ
ধন্যবাদ দিতেই হবে
এটাই আমার মত।