![]() |
এ ধরা পবিত্র হোক তোমার পরশে |
নতুন,তোমারে করি স্বাগতম।
বিশ্বে আজি করিলে পদার্পণ,
তোমায় করি স্বাগতম।
তোমার চোখে প্রথম সূর্যকিরণ,
তোমার চোখে প্রথম শিশিরবিন্দু,
সবারে করি সুস্বাগতম।
.
এ ধরা পবিত্র হোক তোমার পরশে,
জগৎ মাতালে এ কোন হরষে।
এ নতুন তোমার রূপখানি,
নীল সরোবরে যেন নব শতদলখানি,
তুমি এসেছ,তুমি এসেছ,
তুমি নতুন,চির নতুন,
তোমায় সুস্বাগতম।