রাস্তার ধারে ফুটে থাকা এ একটি ছোট ফুল আমি|
তোমরা আমায় জংলি বল|
উদ্ভিদবিদ্যয় আমার একটি নাম আছে
তোমরা ভুলেছো সে কথা|
না লাগি গৃহসজ্জায়
না লাগি পুজোয় আচ্ছায়
অথচ তাকিয়ে দেখো প্রকৃতি আমাকেও কত রঙে রূপে সাজিয়েছে|
ভালো করে দেখো আমায়
রঙে রূপে বর্ণে আমিও পরিপূর্ণ|
দাঁড়াও পথিক দাড়াও বন্ধু একটু দেখো আমায় |
লিখ আমায় নিও দু চার কথা তোমার সাহিত্যের পাতায়