
শিমুল,পলাশ,কৃষ্ণচূড়া
বসন্তের আগমনীর বার্তা দিলেও
শ্রাবনীর শীত বসন্তকে আসতে দেয়নি।
অকালেই ঝরতে হয়েছে
সেই শিমুল,পলাশ,কৃষ্ণচূড়াকে,
যারা বসন্তের অভ্যর্থনার জন্য তৈরি ছিল ।
না, বসন্ত এখনও আসেনি,
শ্রাবনীর শীতে কোকিলের ঘুম ভাঙেনি,
শেষ বিকেলে কোকিল ডাকেনি,
তাইতো বসন্ত এখনও আসেনি ।
আমরা যেমন করছি খেলা
প্রকৃতির সাথে দিবানিশি,
সদ্য প্রস্ফুটিত কুড়ি নিয়ে
বলছি তোমাকে ভালোবাসি ।
প্রকৃতিও এখন খেলছে
বসন্তের বদলে শীত দিয়ে
বৈশাখীর দগ্ধ দুপুর না দিয়ে
শ্রাবনীর অশ্রু দিয়ে ।
প্রকৃতি এখন খেলছে আমাদের সাথে
তাই শিমুল,পলাশরা ফুটতে চাইনা,
কোকিল আর ডাকতে চাইনা,
আর বসন্তকে আসতে দেয়না ….
তাইতো..বসন্ত এখনও আসেনি ।