না-মানুষের কাব্য — দেব চক্রবর্তী

না-মানুষের কাব্য — দেব চক্রবর্তী

sahityalok.com

আমার ঘরের আদুরে খোকন
দামী জামা জুতো পড়ে –
ফুটপাথে দেখো অনাহারী শিশু
আফশোস করে মরে ।


বেঁচে থাকা সে শিখেছে শুধুই
জেড যুগে দুর্দিনে –
জামাকাপড় থাক দূরে থাক
বাসি রুটি খুঁজে কেনে ।


বোঝে না এখনও উৎসব কি
শুধু দেখে হই চই –
বাপ-মা হারা জীর্ণ শিশুটির
থালা বাসনই বা কই !


একবিংশ শতক চলে বোমাবাজি পিস্তলে –
শিশুটি জানে না মানবতা কি
কে দেবে জবাব ম’লে !


আদিম স্বভাব পারি নি সরাতে
শুধু চেটেপুটে গিলি –
কোথায় মানব-মানবিকতা
না-মানুষ , চোরাগলি ॥

Leave a Reply