আগে মন টাকে আপন করো
হৃদয়ে হৃদয়ে বন্ধন গড়ে তোলো।
ভালবাসা দিয়ে অনুভব করো
অন্তরের অন্তস্থলের মনটাকে।
মনে মনে প্রকৃত মিল হলে
মনে মনে মধ্যে প্রকৃত যোগ হলে
তবে তো দুটো শরীর কাছাকাছি এসে
ভাসতে পারে ভালবাসার স্রোতে।
ভালবাসা বিহীন শরীরী মিলন
মূল্যহীন বড়ই মূল্যহীন।
তোমাদের কাছে সেকেলে যতই হই,
যায় আসে না একটুও।
আমি তো আমার ই মতন।
ভাবনারা চলে আমার মতে আমার পথে।
তাই তো রইলাম পুরানপন্থী পরিচয়ে,
তোমাদের তথাকথিত সমাজে।
এটুকুই থাক আমার নিজস্বতা হয়ে।