আপনার চোখ দুটো স্বপ্নের মতো দেখতে
ও আচ্ছা , তা বলুন স্বপ্নকে কেমন দেখতে ?
সবার কাছে এক নয় , যে যেমন তাঁর স্বপ্ন সে রকম
পুড়ে যায় তুলোর নোনা সুগন্ধে …
বেশ বেশ , তা আপনি কি বানিয়ে বানিয়ে কথা
বলতে ভালোবাসেন ?
মানে ?
মানে আবার কি ? যে যেমন তাঁর কাছে …….
না আমি কিছুই বুঝতে পারছি না ।