নিরালা স্বচ্ছন্দ // সত্যেন্দ্রনাথ পাইন Leave a Comment / আমার একটু স্পর্শের প্রার্থনা করবে / September 6, 2019 September 6, 2019 / By sahitya patrika আমি এখন নিরালা জায়গা খুঁজি যেখানে চারিদিকে জন শূন্যতা যন্ত্রণা পীড়িত অভিমানী মানুষ আপাত স্বার্থান্বেষীর দল আমার একটু স্পর্শের প্রার্থনা করবে আকাশে টহল দেবে না পাওনাদারের অসহনীয় লোলুপতা শিকারী বাঘের মতন