এমন সময় এলে তুমি
এখন কি তোমার আসার সময়
এখন আমি স্বপ্ন মাখি
গান শোনাবো কেমন করে
তোমার আছে বিশাল চাওয়া
আমার আছে শুধু দুচোখ
দুচোখ ভরে দেখি শুধু
এখন বুঝি আসার সময়
আকাশ জুড়ে মেঘের কাঁপন
চাঁদ বুঝি হায় ঢাকাই যাবে
মধুচন্দ্রিমা আর কখন হবে!
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
বাংলা সাহিত্য - লেখক - সমালোচক - পাঠক
এমন সময় এলে তুমি
এখন কি তোমার আসার সময়
এখন আমি স্বপ্ন মাখি
গান শোনাবো কেমন করে
তোমার আছে বিশাল চাওয়া
আমার আছে শুধু দুচোখ
দুচোখ ভরে দেখি শুধু
এখন বুঝি আসার সময়
আকাশ জুড়ে মেঘের কাঁপন
চাঁদ বুঝি হায় ঢাকাই যাবে
মধুচন্দ্রিমা আর কখন হবে!