হেসে লুটোপুটি, প্রথম পেঁপে ঠাকুরকে দেবো
আজ চৌকো ফ্লাটে উঠে এসেছি, ফ্লাটবাড়ির ভিড়
মেয়েগুলোর বয়স পাঁচ বছর বেড়ে গেছে কখন
কলপারে আসে না টুকটাক কথা শনিমন্দিরে
কলকাতার কলেজে পড়ে ওরা উনিশে যুবতী.
নামেই নিষেধ, আধঘন্টার পথ, কে দেখছে এখন.
একদিন পথে দেখা তিনটে ছেলে আর ওরা দুজন.
না সুধিয়ে চলে যাচ্ছি দেখে নিজেরাই এসে বলে.
আসলে আধঘন্টার পথ, নিষেধ আলগা হয়ে যায়।