মাঝে মাঝে বিভোর হয়ে
দেখি আকাশ টা কে,
কত রকম ছবি আঁকা
আছে ফাঁকে ফাঁকে ।
.
.
ইচ্ছে করে এঁকে রাখি
বের করে রঙতুলি,
হিংসুটে এক দানব যেন
দেয় ছড়িয়ে কালি।
.
.
ঐ আকাশেই যাচ্ছে উড়ে
কত রকম পাখি,
হতাশ হয়ে আমি শুধু
চেয়ে চেয়ে দেখি ।
.
.
নীল গগনে হতো যদি
আমার মামার বাড়ি,
দুর্গা পূজায় দিতাম তবে
ঐ আকাশেই পাড়ি ।
.
.
মন মাতানো শরৎ বিকেল
দেখি মোহিত হয়ে,
ডিমের কুসুম হয়েছে রবি
রঙ পাছে যায় ক্ষয়ে ।
.
https://www.facebook.com/banglawebmagazine
https://www.facebook.com/groups/472950833362163
.