নূতন বই প্রকাশ

নূতন বই প্রকাশ

কোলকাতা আন্তর্জাতিক বই মেলা প্রাঙ্গণ যখন বইয়ের গন্ধে মাতাল। সেই মাতালমীতে আমিও শামিল হয়েছি আমার দুটো একক কাব্য গ্রন্থের স্যাম্পান নিয়ে নবতম সংস্করণ ” অনুভব ” ও ” মধ্যাহ্নে প্রেয়সী ” ।
বিনোদন সাহিত্য পত্রিকা ও আনন্দ প্রকাশনের সহযোগীতায় ।
গেট নং – 9, স্টল নং – 499 চলে আসুন সকলে, দেখা হবে বইমেলায়। সকল পাঠক ও কলমসাথী ও প্রকাশনী সংস্থা ও প্রেস এর কর্ম যোদ্ধাগণ কে আমার শ্রদ্ধা ভালোবাসা ও প্রণাম জানাই ।

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply