পথের শিশুরে জানি “পথশিশু” নামে
পথই তাদের পরিচয়, পথই তাদের জানে।
খিদের জ্বালা তারা সইতে পারে মনে
অপমান তারা সয় না কোনখানে।
শুধুই “খাওয়া-পরা” চাহিদা নয় তাদের জীবনে
অপমান থেকে রক্ষা পেতে শিক্ষা চায় সঙ্গোপনে।
শুধুই খাওয়া-পরা সে তো পশুদের জন্য বরাদ্দ
মানুষের জন্য শিক্ষাই হ’ল সত্যিকার খাদ্য।
শিক্ষাই পথশিশুদের দিতে পারে “মানুষের” পরিচয়
মনুষ্যত্বের জন্য তাই শিক্ষার দরকার হয়।
খাওয়া-পরা দিতে পারে অনেক দয়াময়
শিক্ষা দিতে পারে যে জন সত্যিকারের শিক্ষক হয়।
পথ শিশুরাও হতে পারে “মানব যীশু”
যদি আমরা কেবল, তাদের না ভাবি “পথশিশু”।।